মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
সংবাদ >> জাতীয়
প্রধানমন্ত্রীকে কটূক্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওহিদুজ্জামান কারাগারে
06 Nov, 2013
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ‘কটূক্তি’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ও অনলাইন এক্টিভিস্ট একেএম ওহিদুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পণ করে তিনি জামিন প্রার্থণা করলে আদালতেএ আদেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে এ মামলার শুনানি হয়।
আসামির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নুল আবদিন মেজবা।
গত ২২ আগস্ট আসামি ওহিদুজ্জামান ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারবর্গের বিরুদ্ধে অশ্লীল ও মানহানিকর কটূক্তি করেছেন বলে অভিযোগ এনে গত ৮ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, ওহিদুজ্জামান গত ২২ আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তানদের নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘টিভিতে বড় বড় স্ক্রলে দেখাচ্ছে, প্রধানমন্ত্রীর ছেলে ও আইটি স্পেশালিস্ট সজীব ওয়াজেদ জয়, এর আগে দেখাতো, প্রতিবন্ধী বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। পাবলিক এডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট। আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করে প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডর্জন ডক্টরেট ডিগ্রি। হে হে হে...পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এইসব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না।’
উৎসঃ ঢাকা টাইমস ২৪
http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/53613
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন