মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
বাংলাদেশের ওপর শকুনের দৃষ্টি রাখছে আমেরিকা: এমাজউদ্দিন
19 Nov, 2013
‘কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের ওপর শকুনের দৃষ্টি দিয়ে রেখেছে আমেরিকা, ভারত আর ইউরোপীয় ইউনিয়ন’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, “দেশের সাধারণ মানুষকে বেকুব ভাবছে সরকার। সর্বদলীয় সরকারের নামে চারটি দলের লোকজন নিয়ে নতুন সরকার গঠন করে সরকার ভাবছে মানুষ কিছুই বোঝে না।”
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে দেশের বর্তমান দৃশ্যপটের শেষ কোথায় শীর্ষক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত গুণীজনদের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী আরো বলেন, জনমতকে উপেক্ষা করে তাদের ওপর অন্যায় করা হয়েছে। সাধারণ মানুষের রায় একেবারেই নির্ভুল উল্লেখ করে তিনি জনস্বার্থ রক্ষায় অচিরেই সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
শেখ হাসিনা ক্ষমতায় উঠার জন্য ত্রয়োদশ সংশোধনীকে মই হিসেবে ব্যবহার করে এখন নিজেই তা ছুড়ে ফেলেছেন অভিযোগ করে তিনি আরো বলেন, ভেতর আর বাহিরের শত্রুদের কবলে চলে যাওয়ার আগেই দেশকে রক্ষা করার জন্য সবার ঐক্যমত্য দরকার।
কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের ওপর শকুনের দৃষ্টি দিয়ে রেখেছে আমেরিকা, ভারত আর ইউরোপীয় ইউনিয়ন, তাদের হাত থেকে দেশকে রক্ষায় সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন বলেও জানান এমাজউদ্দিন আহমেদ।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. মুহম্মদ জাফরউল্লাহ চৌধুরী, সঙ্গীতশিল্পী মনির খান, আপেল মাহমুদ, চিত্রনায়ক হেলাল খান, অধ্যাপক আব্দুল গফুর, একুশে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, ছড়াকার আবু সালহে, কবি আল মুজাহিদীসহ সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উৎসঃ নতুনবার্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন