মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
সচিবালয়ে সাংবাদিক প্রবেশ নিষেধ!
19 Nov, 2013
মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের কাজ চলছে তাই সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ অবস্থা চলছে।
সাংবাদিকরা প্রবেশ করতে গেলে বাধা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সচিবালয়ে গেটের নিরাপত্তা রক্ষীরা সাংবাদিকদের আটকে দিচ্ছেন।
জানা গেছে, ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের কাজ চলছে মন্ত্রিপরিষদ বিভাগে। সারা দেশের মানুষ অধীর আগ্রহ ও উদ্বেগের সঙ্গে সেই খবরের অপেক্ষায় আছে।
এদিকে মঙ্গলবার মন্ত্রীদের পদত্যাগ ও দপ্তর পুনর্বণ্টনের প্রজ্ঞাপন জারির কথা থাকলেও তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব ইফতেখারুল হায়দার।
সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন এবং যারা বাদ পড়েছেন তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। কাজেই আজই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা ক্ষীণ। আজকে হলেও অনেক রাত হতে পারে। এমনকি আজ নাও হতে পারে।’
উৎসঃ বাংলামেইল২৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন