প্রকাশ : ০৫ মার্চ, ২০১৪ ২১:৩২:০৮আপডেট : ০৫ মার্চ, ২০১৪ ২২:১৫:৫৮ অঅ-অ+
'রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ৩৩ ব্যক্তির সাজা মওকুফ'
বুধবার সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান।
সমকাল প্রতিবেদক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদকে জানিয়েছেন, ২০০১ সাল থেকে এ পর্যন্ত রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ৩৩ ব্যক্তির সাজা মওকুফ বা কমানো হয়েছে। তাদের মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত ৩০ জন রয়েছেন। বাকি তিনজনের কারাদণ্ডের সাজা মওকুফ অথবা কমানো হয়েছে।'রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ৩৩ ব্যক্তির সাজা মওকুফ'
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি
বুধবার সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
তিনি জানান, ৩৩ জনের মধ্যে ২৯ ব্যক্তির সাজা মওকুফ বা কমানো হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে।
জাতীয় পার্টির এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, "২০০১ সাল থেকে এ পর্যন্ত রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ফৌজদারি মামলায় সাজা পাওয়া ৩৩ ব্যক্তির সাজা মওকুফ বা কমানো হয়েছে।"
মৃত্যুদণ্ড মওকুফ করা ৩০ ব্যক্তি হলেন- মহিউদ্দিন জিন্টু (ঢাকা), আনিসুর রহমান (নাটোর), মো. সেন্টু, (নাটোর), মো. ফয়সাল (নাটোর), এম এ ফিরোজ (নাটোর), ফারুক শাহ (নাটোর), ফজলুল হক শাহ (নাটোর), জাহিদুল (নাটোর), শাহ জাহান আলী (নাটোর), মো. বাদল (নাটোর), আবদুল জলিল (নাটোর), মো. সোহাগ (নাটোর), এস এম ফকর উদ্দিন (নাটোর), সাজ্জাদ হোসেন (নাটোর), জহুরুল মেম্বার (নাটোর), মো. ফরমাজুল (নাটোর), আবুল হোসেন (নাটোর), আতাউর রহমান (নাটোর), আসাদ (নাটোর), অহিদুল (নাটোর), চাঁন মিয়া (মাদারীপুর), মো. বাবলু (রাজশাহী), মিন্টু ঘোষ (ঢাকা), আবদুল খালেক (ঠাকুরগাঁও), তালেবউদ্দিন (সুনামগঞ্জ), এএইচএম বিপ্লব (লক্ষ্মীপুর), বেনজির আহমেদ (ঝিনাইদহ), ইসলাম উদ্দিন (কিশোরগঞ্জ), রাখাল চন্দ্র সাহা (কুমিল্লা) ও শিমন সিং (সিলেট)। কারাভোগের সাজা মওকুফ বা কমানো ব্যক্তিরা হলেন- সিরাজ মিয়া (ব্রাহ্মণবাড়িয়া), আবদুল মাল্পুান (টাঙ্গাইল) ও আবদুল জব্বার (লক্ষ্মীপুর)।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) জনবলের সংকট রয়েছে। সংকট নিরসনে সিএমপির কাঠামোতে ২ হাজার ২৩২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন