শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪



ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার

27/03/2014 at 12:54 pm
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্যতামূলক করায় ডিউটি হিসেবেই হলের ৩৪জন মেয়ে নিয়ে বাসে করে জাতীয় সংগীত গাইতে যাচ্ছিলাম সকালে ।কিন্তু আর সহ্য করতে পারছিলাম না । জাতীয় প্যারেড স্কোয়াডের প্রবেশ এবং বাহির দরজায় এভাবে শত শত মেয়েদের লাঞ্ছিত হতে দেখে ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম । এই আমাদের সভ্যসমাজের পুরুষ ! যারা মেয়েদের গায়ে হাত দেয়ার লোভ সংবরন করতে পারেনি । যেকোন বয়সের মেয়ে ,নারী কেউই রেহাই পায় নি । মুখ , চোখ , জিভ আর দাঁতের কি অদ্ভুত কুরুচিপূর্ন প্রদর্শন । স্কুল , কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র , তরুন , যুবক , মাঝ বয়সী বা ২ সন্তানের জনক সব পুরুষ মেতেছিলো ধাক্কা দেয়ার প্রতিযোগীতায় , আর কে কত অশ্লীল কথা মেয়েদের বলতে পারে । মুখে পানি নিয়ে মেয়েদের মুখে বুকে অথবা পিছনে কুলি করছে ইচ্ছামত ।কত মেয়ে যে কাকুতি মিনতি করছে , ভাই চাপ দিয়েন না । আল্লাহর অশেষ রহমত হলের মেয়েদের নিয়ে অনেক কষ্ট ফিরেছি , কিন্তু মেয়ে গুলোকে সুস্থ বলতে পারছিনা ।হাউমাউ করে কাঁদছে একেক জন , যে তারা অল্পের জন্য ধর্ষিত হয় নি অথবা প্রানে বেঁচে গেছে । আমার নিজেরো কান্না পাচ্ছে যে , এতটা বর্বর হতে পারে পুরুষরা ? তাদের লালসাগুলো কি রাস্তায় মেয়েদের দেখলে ঠিকরে পড়ে ? এতবড় একটা জাতীয় অনুশ্ঠানে এসেও কি লাইনে দাঁড়ানো মেয়েদের সাইড না দিয়ে চাপ দিতে হবে শরীরের নানা স্থানে ? বিকৃত যৌনতা কি রাস্তাতেই দেখাতে হবে ? হে পুরুষ , তোমার কামবাসনাগুলো কি এতটাই দূর্বলচিত্তের যে তা সামান্য চাপাচাপি আর জিভ দিয়ে দূর থেকে চুকচুক করলেই পূরন করা যায় রাস্তাঘাটে ? আজ আবারো আল্লাহর কাছে প্রার্থনা করি , আমাকে কখনও ছেলে সন্তান দিও না । ছিঃ ছিঃ ছিঃ ! প্রায় লাখ খানেক পুরুষ কি গানের বাহানায় গনহারে মেয়েদের লাঞ্ছিত করতে এসেছিলো আজ ? তাহলে নাম না জানা হাজার হাজার বোনের লাঞ্ছনার বিনিময়ে কি পেলাম লাখো কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্বরেকর্ড ? এই কুকুর গুলোর মা , বোন , স্ত্রী অথবা কন্যারা কি জানেন তার ছেলে , ভাই ,স্বামী অথবা বাবা আজ প্রতিটি মেয়েকে কিভাবে অপমান করেছে ? নিজ চোখে দেখেছি , আমার বোনদের অপমান । এ অপমান আমারও ! -----রোকসানা কানন এম.ফিল গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় ----#নাজিরুল_ইসলাম_নাদিম
https://www.facebook.com/DhakaBishwabiddalayParibar

https://www.facebook.com/hashtag/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2_%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE_%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AE?source=feed_text&story_id=759885240703358

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন