প্রকাশ : ০৫ মার্চ, ২০১৪ ০০:০০:০০ অঅ-অ+
printer
কালি ছুড়ে মারা হলো সাহারা প্রধানের মুখে
সমকাল ডেস্ক
মামলা আর গ্রেফতারি পরোয়ানায় পেরেশান সাহারা প্রধান সুব্রত রায় আরেক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন। গতকাল মঙ্গলবার আদালতে পেঁৗছতেই তার মুখে কালি ছুড়ে মারলেন এক ব্যক্তি। মনোজ শর্মা নামের ওই ব্যক্তি গুরগাঁওয়ের বাসিন্দা। সাহারার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তার মুখে কালি ছুড়ে দিলেন বিক্ষুব্ধ লোকটি। খবর এনডিটিভির।
পুলিশ মনোজ শর্মাকে গ্রেফতার করেছে। এদিকে গত বুধবার হাজির না হওয়ার কারণে আদালতের কাছে ক্ষমা চান সাহারা প্রধান। তিনি আদালতকে এই মর্মেও নিশ্চয়তা দেন, ভবিষ্যতে সুপ্রিম কোর্টের সব আদেশ পালন করা হবে। এ ছাড়া পাওনাদারদের টাকা ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দেন আদালতকে। আদালত তার ক্ষমা প্রার্থনার জবাবে বলেন, 'আমরা আপনাকে সম্মান করি; কিন্তু আপনি আমাদের সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন।' সোমবার রাতে দিলি্লতে নেওয়া হয় সুব্রত রায়কে। গতকাল সর্বোচ্চ আদালতে হাজির করা হয়। বিনিয়োগকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিম কোর্টে নির্ধারিত দিন ধার্য করেছিলেন আদালত।
সেদিন হাজিরা না দেওয়ায় সুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
পরে শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সুব্রত রায়। গ্রেফতারের পর দুই দিন পুলিশি হেফাজতে ছিলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন