বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪


বন্ধুত্ব থেকে প্রেম অতঃপর মৃত্যু নিজস্ব প্রতিবেদক ২৮ মার্চ ২০১৪, শুক্রবার, ১২:৪৯ রাজধানীর মহাখালীতে কথিত প্রেমিকের ফ্যাটে ইশরাত জাহান বহ্নি (২৪) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে টিভি গেটের ১৪৪/৩ নম্বর বাড়ির পাঁচতলার বাসা থেকে অচেতন অবস্থায় ইশরাতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বেলা পৌনে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রেমিক আব্দুর রহমান রানাকে আটক করেছে পুলিশ। ইশরাতের পরিবারের অভিযোগ, তাকে জোর করে বিষপান করিয়ে হত্যা করেছে রানা। তবে রানা বলেন, ইশরাত আত্মহত্যা করেছে। রানা জানান, ইশরাত ও তিনি একসাথে নাটকে কাজ করতেন। এতে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ মার্চ রানার বাসায় গিয়ে এক মাসের আশ্রয় চায় ইশরাত। যদি আশ্রয় না দেয়া হয় তাহলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। পরে তারা বিয়ে না করে বাড়িওয়ালার কাছে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাড়ির পাঁচতলার ফ্যাটে থাকেন। তবে কী কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি এড়িয়ে যান রানা। রানা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘুম থেকে জেগে দেখি ইশরাত তখনো ঘুমিয়ে আছে। পরে অনেক ডাকাডাকির পরেও না জাগলে ইশরাতের বাবাকে ফোনে বিষয়টি জানাই। পরে ইশরাতের বাবা ও তিনি ইশরাতকে উদ্ধার করে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, বুধবার রাতে যেকোনো সময় ইশরাত চায়ের সঙ্গে পটাশজাতীয় বিষ মিশিয়ে পান করে ঘুমিয়েছে। তবে কেন খেয়েছে সে বিষয়টি এড়িয়ে যান রানা। ইশরাতের বাবা আহসান উল্লাহ জানান, গত ৩ মার্চ ইশরাতের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকা তুলে বাসা ছেড়ে যায় ইশরাত। তার সঙ্গে যোগাযোগ করা হলেও সে জানায় মহিলা হোস্টেলে আছে। কোনো চিন্তা করতে নিষেধ করে। তার মেয়ে ওই বাসায় অনেক দিন থাকলেও রানা বিষয়টি কখনো তাদের জানাননি। তিনি অভিযোগ করে বলেন, রানা বিষপান করিয়ে মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। এ ঘটনায় ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, ইশরাতের বাবার অভিযোগের ভিত্তিতে রানাকে আটক করে বনানী থানায় স্থানন্তর করা হয়েছে। মোহাম্মদপুরে নারীর গলিত লাশ : গতকাল সকালে মোহাম্মদপুর বছিলা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পচে যাওয়া লাশটি বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় ও বয়স শনাক্ত করতে পারেনি পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন