সিগারেট খেলে পুরুষদের যৌনক্ষমতা কমে যায়
01 Apr, 2014
বিভিন্ন গবেষণায় প্রমণিত হয়েছে যে, দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে পুরুষের যৌন ক্ষমতা কমে যায়!সিগারেটের নিকোটিন যৌন উত্তেজনা বর্ধক হরমোন নিঃসরণে বাঁধার সৃষ্টি করে।
ফলে যৌন ক্ষমতা এবং যৌন প্রবৃত্তি ধীরে ধীরে কমতে থাকে। বিশেষ করে বিভিন্ন মেনথল সিগারেটে ব্যবহৃত উপাদান সমূহ যৌন ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। তাই যত তাড়াতাড়ি পারেন স্মোকিং ছেড়ে দেয়াই ভালো।
তবে মজার ব্যাপার হল, যৌন মিলনের পর একটি সিগারেট আপনার মানসিক প্রশান্তিকে বাড়িয়ে দিতে পারে বহুগুণে!
উৎসঃ প্রাইম নিউজ বিডি
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন