তরুণের অশ্লীল ভিডিও করে ব্লাকমেইল তরুণীর!
01 Apr, 2014
বিভিন্ন তরুণীকে ফাঁদে ফেলে তার অশ্লীল ভিডিও করে তাকে ব্লাকমেইলের ঘটনা হরহামেশাই খবর হয়ে আসে। কিন্তু কোনো তরুণও যে কোনো তরুণীর হাতে এই ধরণের লাঞ্ছিত হয়ে ব্লাকমেইলের শিকার হতে পারে তা এই প্রথম শোনা গেলো।
সম্প্রতি ভারতের হিসারের ফতেহাবাদে ধর্মপাল নামে এক তরুণের অশ্লীল নগ্ন ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছাড়ার ব্লাকমেইলের অভিযোগ এসেছে তরুণীর বিরুদ্ধে।
জানা যায়, ফতেহাবাদের ভট্টু কলার বাসিন্দা ধর্মপাল। তিনি জানান, গত ২৬ মার্চ তাকে একটি মেয়ে ফোন করে। ক্রমশ তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপরই তাকে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি। অবশেষে নিজের মা-বাবার সঙ্গে দেখা করাবে বলে ২৮ মার্চ তাকে ফোন করে এবং স্থানীয় হুড্ডা চৌকে দেখা করতে ডাকে।
সেখানে আগে থেকেই ওই তরুণীর সঙ্গে তিন জন উপস্থিত ছিলো। ধর্মপাল পুলিশের কাছে অভিযোগ করেন, সেখানে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে কাপড় খুলতে বাধ্য করা হয় এবং ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়া হয়।
তখনই মোবাইলের মাধ্যমে ধর্মপালের অশ্লীল ভিডিও ধারণ করে তারা। এরপরই ওই তরুণী তাকে ব্লাকমেইল করতে শুরু করে। ভয়ে তিনি ওই তরুণী এবং তার সঙ্গীদের ৪ লক্ষ টাকাও দেন। কিন্তু ক্রমে তাদের চাহিদা বাড়তেই থাকে। তারা ধর্মপালকে ভয় দেখাতে থাকে ওই অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার। এরপরই গত রোববার থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ধর্মপাল।
উৎসঃ বাংলামেইল২৪ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন