সোমবার, ৩ মার্চ, ২০১৪


আইনের ফাঁকে জামিনে বের হচ্ছে নিষিদ্ধ জেএমবি জঙ্গিরা 04 Mar, 2014
আইনের ফাঁকে জামিনে বের হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জেএমবি-হুজির দুধর্ষ জঙ্গিরা। র‌্যাব ও পুলিশের তথ্য অনুযায়ী প্রায় তিনশো জঙ্গি জামিনে আছে। বেশির ভাগই নিজেকে শোধরানোর পরিবর্তে আবারো জড়াচ্ছে জঙ্গি তৎপরতায়। তবে আইন বিশেষজ্ঞের মতে, আদালতে সঠিক তথ্য প্রমাণ হাজির করতে না পারায় জঙ্গিরা জামিন পাচ্ছে। ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা ও পুলিশ হত্যার পর জেএমবির দ-প্রাপ্ত তিন আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তদšেত্ম বের হয়ে আসে ঘটনার নেতৃত্বে ছিল জেএমবির শুরা সদস্য ফারুক ও জাকারিয়া। দু’জনই জামিনে ছিল। শুধু ফারুক বা জাকারিয়া নয়, র‌্যাবের তথ্য অনুযায়ী গ্রেপ্তারের পর জামিনে আছে জেএমবির ১৯২ এবং হরকাতুল জিহাদ বা হুজির ৭৪ সদস্য। এই তালিকায় আছে ২০০৯ সালের ২৪ মার্চ বহুল আলোচিত ভোলার বোরহানউদ্দিনে গ্রীণ ক্রিসেন্ট মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ চলাকালে গ্রেপ্তার ১২ আসামির মধ্যে ১১ জন। ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার আসামিসহ আদালত চত্বরে হামলাকারীরাও পেয়ে গেছে জামিন। আইন বিশেষজ্ঞরা বলছেন, সম্বনয়হীনতা ও গাফেলতির কারণে জঙ্গিরা জামিনের সুযোগ পাচ্ছে। জঙ্গি সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ বা দমন করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকির পাশাপাশি আইন- শৃঙ্খলা বাহিনীর সাথে প্রসিকিউশনের আরো সমন্বয় দরকার। ইন্ডিপেন্ডেন্ট টিভি Share on facebook Share on email Share on print

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন