মুখ খুললেন মুন্নী সাহা
29 Sep, 2013
নিউইয়র্কে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সাড়্গাতকার নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এটিএন নিউজের হেড অব
নিউজ মুন্নী সাহা। টেলিফোনে আমাদের সময় ডটকমকে মুন্নী সাহা বলেন,
‘পূর্বানুমতি নিয়েই প্রধানমন্ত্রীর সাড়্গাতকার নেওয়া হয়েছে। গোপনে
কোনোকিছু ধারণ করিনি। আমার সঙ্গে ক্যামেরাম্যানও ছিল। তবে সাক্ষাৎকার
নেয়ার শেষের দিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী বলেন-
এই মুহূর্তে এটি প্রচার করা সমীচীন হবে না। এ পর্যায়ে এসএসএফ’র পড়্গ থেকে
সাড়্গাতকারের রেকর্ডটি চাওয়া হলে আমি তা হস্তôান্তôর করি।’
এদিকে নিউইয়র্কে কিছুড়্গণের মধ্যেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মুন্নী সাহা উপস্থিত থাকবেন বলেও তিনি আমাদের সময় ডটকমকে টেলিফোনে জানিয়েছেন।
এর আগে সাড়্গাতকার নিতে গিয়ে মুন্নী সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোপের মুখে পড়েছেন বলে গণমাধ্যমে চাউর উঠে। বলা হয়, অনুমতি ছাড়া প্রধানমন্ত্রীর সাড়্গাতকার রেকর্ড করায় মুন্নী সাহা তোপের মুখে পড়েন।
এদিকে নিউইয়র্কে কিছুড়্গণের মধ্যেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মুন্নী সাহা উপস্থিত থাকবেন বলেও তিনি আমাদের সময় ডটকমকে টেলিফোনে জানিয়েছেন।
এর আগে সাড়্গাতকার নিতে গিয়ে মুন্নী সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোপের মুখে পড়েছেন বলে গণমাধ্যমে চাউর উঠে। বলা হয়, অনুমতি ছাড়া প্রধানমন্ত্রীর সাড়্গাতকার রেকর্ড করায় মুন্নী সাহা তোপের মুখে পড়েন।
http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/48272
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন