টি-শাট পরে আসায় কোন মেয়েকে ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয়েছে,এমন খবরের প্রতিক্রিয়া কি হতো?
আফসোস, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা বাস করছি।
আমরা যে সব আত্ম প্রতারণা করে যাচ্ছি-
1)মুসলিম দাবী করছি তবে সুদ খেতে কষ্ট হয় না।অথচ কোরআন আর হাদীস দেখুন,সুদ কত জঘণ্য অপরাধ।
2)টিভিতে এক প্রকার অনুষ্ঠান ইসলামী অনুষ্ঠান বলে দেখানো হয়।তার মানে
প্রচারকারীদের ভাষ্য মতেই বাকী গুলো অনৈসলামিক অনুষ্ঠান।90 ভাগ অনুষ্ঠান দ্বিতীয় ক্যটাগরীর।
3)অশ্লীলতায় বাঁধা নাই,নৈতিকতা শিক্ষার বই পেলে আপনার তকমা জুটবে জঙ্গী ।
4)নেকাব পড়লে ক্লাস রুম থেকে বের করে দেওয়া হবে,কেউ কিছু বলবে না,উল্টোটা করে দেখুন ,খবর আছে!
5)ইসলামী মূল্যবোধ শিক্ষার সব গুলো পথ একটা একটা করে বন্ধ হচ্ছে,কেউ কিছু বলছে না।
পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করা মুসলিম হওয়ার জন্য কত জরুরী।
অথচ আমরা কিছু অংশ গ্রহণ করছি,কিছু পরিত্যাগ করছি।
ইসলামী পরিভাষায় আমাদের বলা উচিত মুনাফিক।
কাফের না,মুশরিক না.মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে।
বিশ্বাস অনুসারে জীবনযাপন শুধু মুসলিমরাই করতে পারছে না এ বিশ্বে।
কত করুন এ বাস্তবতা।
উমর,হামযা ,খালিদ ,তারিক ,মুছা যদি আজ থাকত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন