সিরিয়াকে তালেবান রাষ্ট্র বানাবেন না: বিশ্ব নেতাদেরকে রুহানি
২৭ সেপ্টেম্বর (রেডিও তেহরান): ইসলামি
প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সতর্ক করে দিয়ে বলেছেন,
সিরিয়ার তাকফিরি বিদ্রোহীদের সহযোগিতা অব্যাহত রাখলে দেশটি তালেবান শাসিত
আফগানিস্তানের মতো একটি দেশে পরিণত হতে পারে।
নিউ ইয়র্কের একটি থিংক ট্যাংকের ফোরামে
বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি গতমাসে
দামেস্কের কাছে বিদ্রোহীদের চালানো রাসায়নিক হামলার কথা উল্লেখ করে বলেন,
তার সরকার সিরিয়ায় রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
একইসঙ্গে তিনি সিরিয়ায় উগ্রবাদীদের জন্য
অভয়ারণ্য তৈরি করা হচ্ছে বলেও সতর্কতা উচ্চারণ করেন। ড. রুহানি বলেন,
"সিরিয়ার একাংশে উগ্রবাদী চিন্তাধারা বিস্তারের যে উপযুক্ত ক্ষেত্র সৃষ্টি
করা হয়েছে সে ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সন্ত্রাসবাদের দৃষ্টিকোণ
থেকে এটি আমাকে ১৯৯০'র দশকে আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তের (আফগানিস্তানের)
কথা স্মরণ করিয়ে দেয়।"
ইরানের প্রেসিডেন্ট বলেন, "এটি শুধু
আমাদের জন্য উদ্বেগের বিষয় নয়, বরং বহু দেশের স্বার্থ এখানে জড়িয়ে আছে।
কাজেই সিরিয়া সংকটের একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য আমাদেরকে সহযোগিতার
হাত বাড়িয়ে দিতে হবে।" ড. রুহানি সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সব রকম
পৃষ্ঠপোষকতা দেয়া থেকে বিরত থাকার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান।#
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন