রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

প্রথম আলোর ভয়াবহ মিডিয়া সন্ত্রাস (ভিডিও দেখুন)

লিখেছেন লিখেছেন এক্টিভিষ্ট ২৬ অক্টোবর, ২০১৩, ১১:৩৩:২৭ রাত



ক্লোজআপ দেখুন



প্রথম আলোর আগের ক্যাপশান ও ছবি (তাদের ফেসবুক থেকে নেয়া যা পরে সরিয়ে ফেলে)।

যার উপর ভিত্তি করে টিনের চালে কাক আমি তো অবাক নামে লীগপন্থি একটি ফেসবুক পেইজ প্রচারনা চালাচ্ছে।

দেখুন তাদের প্রচার ও ক্যাপসান।



(পরে তারাও সেটা সরিয়ে ফেলে)

শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ফেসবুকেও একই

প্রচারনা



পুতুলের ফেসবুক পেইজে দেখুন,

Click this link

প্রথম আলোর বর্তমান ও পরিবর্তিত ক্যাপসান।



বড় করে দেখুন



নিউজের লিঙ্কঃ

Click this link

এখানে পাঠকের মন্তব্য গুলো পড়ুন তাহলে বুঝবেন, প্রথমে প্রথম আলো কি ক্যাপসান দিয়েছিল যার উপর ভিত্তি করে পাঠক শিবিরকেই দায়ি করে।

পুলিশ/র‍্যাবের সন্ত্রাসীকে চালিয়ে দিচ্ছে শিবির হিসেবে (ভিডিও দেখুন)




ছবিটি ভালো করে দেখুন। একে-৪৭ হাতে এক সন্ত্রাসী। সাদা পোশাকে । র‍্যারের সাথে যৌথ অপারেশানে অংশ নিচ্ছে। ছবিগুলো দেখুন।











(ছবি ও ক্যাপশান ব্লগার আবদুহু )

এই হচ্ছে প্রথম আলো!

বিষয়: বিবিধ







 
  http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/1646/activist/29556#.Umy9WVHmcQ4
১২১৮০ বার পঠিত, ১০৫ টি মন্তব্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন