ভেঙ্গে গেলো মোনালিসার সংসার!
28 Oct, 2013
মিডিয়ায় প্রেম-বিয়ে কখন
হয়, কখন ভাঙে তার কোন ইয়াত্তা নেই। ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী
মোনালিসা ১২.১২.১২ তারিখে ঘটা করে বিয়ে করলেও সেই সংসারে এখন ভাঙনের সুর।
গত চার-পাঁচ মাস ধরেই তার বন্ধুমহলসহ একাধিক মাধ্যমে শোনা যাচ্ছে এ সুর।
অনেকের কথায় সাংসারিক কলহের জন্যই মিডিয়া থেকে খানিকটা দূরে থাকছেন তিনি।
তার বন্ধুমহল থেকে এও জানা গেছে যে, তারা দু'জন এখন আলাদাই থাকছেন। যদিওবা
এই বিষয়ে মোনালিসার পক্ষ থেকে কোনো কিছুই জানা যায়নি।
গত পাঁচ থেকে ছয় মাসে তিনি টিভি সংশ্লিষ্ট কোনো কাজই করেননি। গত সেপ্টেম্বর মাসে তিনি ফোবানা সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দিয়েছেন। তার এই বিদেশ বিভুঁইয়ে অবস্থান এখনও শেষ হয়নি। কবে ফিরবেন তাও জানা যায়নি।
গত ১২.১২.১২ তারিখে ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা বেশ জাঁকজমকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাইয়াজ শরীফ ফাসবিরের সঙ্গে। মূলত তাদের আকদ সম্পন্ন হয় ১১ ডিসেম্বর। আর ১২.১২.১২ তারিখটি সংখ্যাগত দিক দিয়ে খুব আকর্ষণীয় হওয়ায় আনুষ্ঠানিকতাটি এই তারিখেই রাখা হয়। সেদিন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর্মি গলফ ক্লাবস্থ পাম ভিউ রেস্টুরেন্টে। মোনালিসার আত্মীয়-স্বজন, বন্ধুব-বান্ধব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিয়েতে।
বিয়ের পরে মোনালিসা বলেছিলেন, 'আল্লাহর রহমতে আর সবার দোয়ায় বিয়ের কাজটি খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো। আমার আশপাশের আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেখে খুবই ভালো লাগছে। সবার দোয়া নিয়ে ভবিষ্যতে সুন্দর ও সুখী জীবন কাটাতে চাই।' কিন্তু সে চাওয়া আর মনে হয় পূরণ হচ্ছে না। প্রসঙ্গত: এর আগে মোনালিসার সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিবের প্রেম ও বিয়ের খবর রটেছিল।
গত পাঁচ থেকে ছয় মাসে তিনি টিভি সংশ্লিষ্ট কোনো কাজই করেননি। গত সেপ্টেম্বর মাসে তিনি ফোবানা সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দিয়েছেন। তার এই বিদেশ বিভুঁইয়ে অবস্থান এখনও শেষ হয়নি। কবে ফিরবেন তাও জানা যায়নি।
গত ১২.১২.১২ তারিখে ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা বেশ জাঁকজমকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাইয়াজ শরীফ ফাসবিরের সঙ্গে। মূলত তাদের আকদ সম্পন্ন হয় ১১ ডিসেম্বর। আর ১২.১২.১২ তারিখটি সংখ্যাগত দিক দিয়ে খুব আকর্ষণীয় হওয়ায় আনুষ্ঠানিকতাটি এই তারিখেই রাখা হয়। সেদিন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর্মি গলফ ক্লাবস্থ পাম ভিউ রেস্টুরেন্টে। মোনালিসার আত্মীয়-স্বজন, বন্ধুব-বান্ধব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিয়েতে।
বিয়ের পরে মোনালিসা বলেছিলেন, 'আল্লাহর রহমতে আর সবার দোয়ায় বিয়ের কাজটি খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো। আমার আশপাশের আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেখে খুবই ভালো লাগছে। সবার দোয়া নিয়ে ভবিষ্যতে সুন্দর ও সুখী জীবন কাটাতে চাই।' কিন্তু সে চাওয়া আর মনে হয় পূরণ হচ্ছে না। প্রসঙ্গত: এর আগে মোনালিসার সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিবের প্রেম ও বিয়ের খবর রটেছিল।
উৎসঃ ইত্তেফাক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন