মজীনার সঙ্গে সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের দীর্ঘ বৈঠক
30 Oct, 2013
আগামী নির্বাচন নিয়ে
চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির
মধ্যে সংলাপ অনুষ্ঠানে কূটনীতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। সংলাপের বরফ গলাতে
চেষ্টা চালাচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এর
অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় আলাদাভাবে ড্যান মজীনার সঙ্গে বৈঠক করেছেন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৫টা ৫০ মিনিটে মজীনার সঙ্গে তার
গুলশানের বাসায় বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। বৈঠক চলে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট পর্যন্ত। মজীনার বাসায় মির্জা
ফখরুল প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর সেখানে
যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনিও সেখানে
ঘণ্টাখানেক অবস্থান করেন। একটি সূত্র জানায়. বৈঠকে উভয় নেতার সঙ্গে মার্কিন
রাষ্ট্রদূত সবদলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছেন।
বিশেষ করে চলমান সঙ্কট নিরসনে সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন। গত শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে টেলিফোনে
হরতাল প্রত্যাহার করে গণভবনে আমন্ত্রণ জানান। খালেদা জিয়া হরতালের পর
আলোচনায় বসতে চাইলে সংলাপের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা হয়।
উৎসঃ শীর্ষ নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন