বুধবার, ২ জুলাই, ২০১৪


খিলাফতকে গড়ে তোলায় সাহায্য করতে মুসলমানদের প্রতি বাগদাদীর আহ্বান ইনকিলাব ডেস্ক : ইরাকি পার্লামেন্টের প্রথম অধিবেশন মুলতবি হওয়ার পর নয়া সরকার গঠনের জন্য ইরাকি নেতাদের উপর চাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ঘণ্টা দুয়ের মত কার্যক্রম চলার পর সৃষ্ট উত্তেজনা প্রশমনের লক্ষ্যে অধিবেশনের বিরতি দেয়া হয়। তার আগে পার্লামেন্টের সুন্নি ও কুর্দি সদস্যরা ওয়াক আউট করেন। তারা আর ফিরে আসেননি। ফলে কোরাম পূর্ণ না হওয়ায় অধিবেশন প- হয়ে যায়। খবর এএফপি। জানা গেছে, পার্লামেন্ট অধিবেশন শুরুর পরই অনৈক্যের ব্যাপারটি প্রকাশিত হয় স্পিকার নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে কুর্দি আইন প্রণেতা নাজিবা নাকিব অবরোধ তুলে নিতে ও স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের জন্য স্থগিত বরাদ্দ দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নূরী মালিকির দলের এমপি কাজিম আল সায়াদি কুর্দি অঞ্চলের প্রধানের মাথা গুঁড়িয়ে দেয়ার হুমকি দেন। ইসলামিক স্টেটের কথা উল্লেখ করায় কুর্দি এমপিরা ওয়াকআউট করেন। তারা কেউ ফিরে না আসায় কোরাম পূর্ণ হয়নি। অধিবেশনে সভাপতিত্বকারী এমপি বলেন, যদি ঊর্ধ্বতন পদগুলোর ব্যাপারে মতৈক্য হয় তাহলে ৮ জুলাই অধিবেশন বসবে। এ ঘটনার প্রেক্ষিতে ওয়াশিংটন দ্রুত হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে সময় ইরাকের অনুকূলে নেই। পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ এ ব্যাপারে সর্বোচ্চ দ্রুততার আহ্বান জানান। রয়টার্স জানায়, ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর আল বাগদাদী অস্ত্র হাতে তুলে নিতে এবং খিলাফতকে গড়ে তুলতে সাহায্য করার জন্য ইসলামী রাষ্ট্রে এসে সমবেত হতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার অনলাইনে ‘রমযান মাসে মুজাহিদীন ও মুসলিম উম্মাহর প্রতি বার্তা’ শিরোনামে প্রচারিত এক বিবৃতিতে তিনি মুসলমানদের জিহাদের আহ্বান জানিয়ে বলেন, নতুন যুগ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয়ী হবে। তিনি মুসলমানদের জেগে উঠতে এবং মধ্য আফ্রিকা থেকে মিয়ানমার পর্যন্ত মুসলমানদের উপর অন্যায়ের প্রতিশোধ গ্রহণের আহ্বান জানান। ইউরোপীয় কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র পলিসি ফেলো জুলিয়ান বারনেস-ড্যাসি বলেন, বাগদাদী বলিষ্ঠ আহ্বানের মধ্য দিয়ে খিলাফত প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন এবং এখন দৃঢ়তার সাথে কথা বলছেন। এক বিশাল ভূখ-ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হওয়ার তিনি উপলব্ধি করেছেন যে সময় তার অনুকূলে। এ এক বলিষ্ঠ, সার্বিক কৌশল যার মধ্য দিয়ে তিনি নিজেকে নয়া ইসলামী জাগরণের অগ্রদূত হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। এদিকে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বিবিসির সাথে এক সাক্ষাতকারে বলেন,স্বাধীনতা পাওয়া কুর্দিদের অধিকার এবং এখন থেকে আমরা প্রকাশ্যে ঘোষণা করছি যে কুর্দিস্তানের লক্ষ্য স্বাধীনতা। তিনি বলেন, এ ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হবে যাতে কুর্দিস্তানের সকল লোক অংশগ্রহণ করবে। তিনি গণভোটের কোনো সময় নির্ধারণ করেননি। তবে বলেন, কয়েকমাসের মধ্যেই তা অনুষ্ঠিত হবে। এপি জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত লুকমান ফাইলি বলেছেন, আইসিস যোদ্ধাদের দমনের জন্য অতিরিক্ত মার্কিন সাহায্য পেতে বিলম্ব হওযায় অপেক্ষা না করে ইরাক ক্রমেই ইরান, রাশিয়া ও সিরিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তিনি তাদের উপর বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানান। - See more at: http://www.dailyinqilab.com/2014/07/03/189889.php#sthash.jUvXNRsm.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন