বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪


মডেল বানানোর নাম করে নাবালিকার নগ্ন ছবি! May 29, 2014 by নিউজ ডেস্ক/এসই in রকমারি with 2 Comments rape রকমারি ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডট কম ইন্টারনেটের দুনিয়ায় বাচ্চারা তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠতে চায়। আর এই জনপ্রিয়তার দৌড়ে অনেকেই না বুঝে নিজেকে নিয়ে যায় ভয়ঙ্কর বিপদের দিকে। সামাজিক কারণে মেয়েদেরকেই এই বিপদের মুখে পড়তে হয় সবচেয়ে বেশি। কারণ জনপ্রিয় করে দেওয়ার ফানুস দেখিয়ে ফায়দা তুলে নেন কিছু অসৎ ব্যক্তি। সারাজীবন তার ঘানি টানতে হয় ওই মেয়েকে। তেমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়াতে। প্লেবয় ম্যাগাজিনের মডেল বানানোর নাম করে নাবালিকার নগ্ন ছবি তুললেন এক ব্যক্তি৷ মেয়েটি ওই ব্যক্তির প্রমিকার আত্মীয়। সে ওই মেয়েটিকে জানায়, প্লে বয় ম্যাগাজিনের মডেল হতে হলে তাকে এসব করতে হবে৷ এই ঘটনায় তাকে সঙ্গ দেয় তার প্রেমিকাই। প্রেমিক যুগল ক্রিস্টোফার ও লেস্লি একসঙ্গে থাকত৷ লেস্লির ১২ বছরের আত্মীয়া তাদের কাছেই থাকত। মেলবোর্ন পুলিশের কাছে খবর আসে এক প্রেমিক যুগল তাদের কাছে থাকা এক নাবালিকা মেয়ের দেখাশোনা ঠিকভাবে করছে না। পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করলে বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর তথ্য। ক্রেস্টোফার ও লেস্লির ওই নাবালিকা আত্মীয়ার নগ্ন ছবি তোলে৷ লেস্লি জানায়, ওই মেয়েটি প্লেবয় ম্যাগাজিনের মডেল হতে চাইত বলেই ক্রিস্টোফার ওকে সাহায্য করেছে৷ পুলিশ তদন্ত করে দেখছেন সাহায্য করার নামে তারা তাকে অনৈতিকভাবে ব্যবহার করেছে। ক্রিস্টোফার নাবালিকাকে নগ্ন করে বিভিন্ন কামোত্তেজক ভঙ্গীতে দাড় করিয়ে ছবি তোলে। এমন ফটোশ্যুট প্রায় ছয় বার করা হয়েছে। পুলিশ তাদের ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। ল্যাপটপের হার্ডডিস্কে থাকা বিভিন্ন ভিডিও ও ছবি দিয়ে পুলিশ ওই প্রেমিক যুগলের বিরুদ্ধে শিশু পর্ণোগ্রাফি মামলা করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সম্পর্কে তাদের প্রতিবেশীরা কিছুই জানতেন না। পুলিশ আসার পরই এই ঘটনা সবার সামনে চলে আসে। নিউজ ইভেন্ট ২৪ ডট কম/২৯মে, ২০১৪/২২.১৭/সাই আরো খবর: মেয়ের শ্লীলতাহানির অভিযোগে মা আটক! রাজশাহীতে আবাসিক হোটেল থেকে প্রেমিক যুগল আটক সঙ্গীতা বিজলানির কাজের মেয়েকে ধর্ষণ: গ্রেফতার শাহরুখের ড্রাইভার! শিলার রুম ডেটের ফাঁদ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের পার্কিংয়ে গণধর্ষণ - See more at: http://www.newsevent24.com/2014/05/29/gallery/various/134473#sthash.DbF1FERo.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন