রবিবার, ৬ জুলাই, ২০১৪


সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা সাতক্ষীরা সংবাদদাতা ৭ জুলাই ২০১৪, সোমবার, ১১:৩০ সাতক্ষীরায় এক গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লাভলী বেগম (৪০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের স্ত্রী। মৃতের স্বজনরা জানান, আব্দুল হামিদ মাদারীপুরের একটি ইটভাটায় কাজ করেন। তার স্ত্রী লাভলী বেগমের সাথে একই গ্রামের সাত্তার ফকিরের ছেলে কুদ্দুস ফকিরের দীর্ঘ দিনের অবৈধ সম্পর্ক রয়েছে। রোববার রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মুখে কাপড় বেঁধে নিয়ে যায়। সোমবার সকাল সাতটার দিকে মাছিয়াড়া গ্রামের ডাঃ রতন করের আমবাগানে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসি পুলিশে খবর দেয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, গৃহবধূর ঘাড়ে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। পরকীয়া প্রেমের জের ধরে তাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন