বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪


অশ্লীল ভিডিও প্রকাশের হুমকি দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ! June 23, 2014 by নিউজ ডেস্ক/মেহা in প্রতিবেশী with 0 Comments rape নিউজ ইভেন্ট ২৪ ডটকম ঢাকা বিলাসপুর এলাকায় এক এমবিএ-পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশিত হয়েছে। নির্যাতিতার অভিযোগ তার প্রেমিক অশ্লীল ভিডিও বানিয়ে সেটি ফেসবুকে আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় এক বছর ধরে তাকে ক্রমাগত ধর্ষণ করেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বিলাসপুর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রোহতকের বাসিন্দা এমবিএ-এর ছাত্রী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, হিসারের সাতরোড নিবাসী রিঙ্কু সোনি ওফে ম্যান্ডির সঙ্গে একটি বিয়েতে তার আলাপ হয়েছিল। এর পরই তাদের বন্ধুত্ব হয় এবং অনেক বছর তারা ফোনে কথা বলত। অভিযুক্ত বিলাসপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করে এবং পচগাঁওয়ের ফজিলবাসে একটি ভাড়া বাড়িতে থাকে। গত বছর ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত ওই ছাত্রীকে দেখা করার জন্য তার বাড়িতে আসতে বলে এবং কোল্ড ড্রিঙ্কসে মাদক মিশিয়ে তাকে খাইয়ে দেয়। এর পর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে সে তার অশ্লীল ভিডিও ক্লিপ তৈরি করে। এর পর প্রায় এক বছর ধরে অশ্লীল ভিডিও ফেসবুকে আপলোড করার হুমকি দিয়ে অভিযুক্ত ছাত্রীকে ধর্ষণ করতে থাকে। পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানোর পর আভিযুক্ত রিঙ্কুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সূত্র : জিনিউজ নিউজ ইভেন্ট ২৪ ডটকম/ ২৩ জুন ২০১৪/১৭.৫০/মেহেদী হাসান আরো খবর: যুবতীকে অপহরণ করে ৫ মাস ধরে তান্ত্রিকের ধর্ষণ! নববিবাহিতা ভাবিকে ধর্ষণ করল দেবর মায়ের বিরুদ্ধে মেয়েদের অশ্লীল এমএমএস তৈরির অভিযোগ! প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের পার্কিংয়ে গণধর্ষণ জামাই কর্তৃক শাশুড়ী ধর্ষণ! - See more at: http://www.newsevent24.com/2014/06/23/others/neighbour/139314#sthash.0AVXGZND.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন