বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪


এক বছরে বৈধ গর্ভপাত ৬ হাজার ৬৭৬টি কালের কণ্ঠ অনলাইন প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০১৪ ১৫:১১:১৯ উরুগুয়েতে ২০১৩ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যা মাত্র ৩৩ লাখ, যার অর্ধেকের বেশি নারী। আইনসম্মতভাবে গর্ভপাত বৈধ করার আইন প্রণয়নের ১ বছরের মধ্যে উরুগুয়েতে গর্ভপাতের ঘটনা ঘটেছে। এ পরিসংখ্যান অনুযায়ী, ১৫ থেকে ৪৪ বছর বয়সী প্রতি ১০০০ নারীর মধ্যে গড়ে ৯ জন আইনসম্মত উপায়ে বিনামূল্যে গর্ভপাতের পথ বেছে নিয়েছেন। ২০১২ সালের নভেম্বর মাস থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত এ গর্ভপাতগুলো ঘটানো হয়। দেশটির উপগণস্বাস্থ্যমন্ত্রী লিওনেল ব্রিওজ্জো গতকাল এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে কানাডায় প্রতি ১ হাজার নারীর মধ্যে গড়ে ১৫ দশমিক ২ জন, ১৯৯৮ সালে চীনে ২৪ দশমিক ২ জন, ২০০৪ সালে কিউবায় ২৪ দশমিক ৮ জন নারী গর্ভপাতের পথ বেছে নিয়েছিলেন। এদিকে উরুগুয়ের বামপন্থী প্রেসিডেন্ট জোসে মুজিকা (৭৮) এ পরিবর্তনের একজন দৃঢ় সমর্থক। ২০১২ সালের অক্টোবরে গর্ভপাত বৈধ করার আইনটি পাস হয় উরুগুয়েতে। আইন অনুযায়ী, অন্তঃসত্ত্বা থাকার ১২ সপ্তাহ থেকে ১৪ সপ্তাহের মধ্যে প্রসূতি মায়ের স্বাস্থ্য ঝুঁকিতে থাকলে ভ্রুণের গঠন ত্রুটিপূর্ণ হলে কিংবা ধর্ষণের কারণে সন্তান ধারণ করলে, বৈধভাবে গর্ভপাত ঘটানো যাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন