'প্রতি ১০ মেয়েশিশুর ১ জন যৌন নির্যাতনের শিকার'
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০১৪ ১২:৪৬:৪৫ | আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৪ ১২:৪৮:২০ অঅ-অ+
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে মোট ১২ কোটি মেয়েশিশু বয়স ২০ হওয়ার আগেই যৌন নির্যাতনের শিকার হয়
অনলাইন ডেস্ক
জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, বয়স ২০ হওয়ার আগেই পৃথিবীতে প্রতি ১০ জন মেয়েশিশুর একজন ধর্ষিত অথবা যৌন নির্যাতনের শিকার হয়।'প্রতি ১০ মেয়েশিশুর ১ জন যৌন নির্যাতনের শিকার'
এছাড়া পৃথিবীতে মোট ১২০ মিলিয়ন বা ১২ কোটি মেয়েশিশু নির্যাতনের শিকার বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯০টি দেশের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করে জাতিসংঘ এই প্রতিবেদন তৈরি করেছে। একসঙ্গে এতগুলো দেশের তথ্যের ওপর ভিত্তি করে শিশুদের বিষয়ে এমন কোনো প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি।
বয়স, ধর্ম, গোত্র, দেশ বা অর্থনৈতিক শ্রেণি নির্বিশেষেই শিশুরা সহিংসতার শিকার হয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক এন্থনি লেক।
তিনি বলেন, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, শিক্ষক, অচেনা ব্যক্তি ছাড়াও এমনকি পরিবারের ঘনিষ্ঠ মানুষদের দ্বারাও এসব নির্যাতনের ঘটনা ঘটে।
ইউনিসেফ বলছে, কেবল ২০১২ সালেই মোট ৯৫ হাজার শিশু ও কিশোর-কিশোরী খুন হয়েছে। আর এইসব খুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ল্যাটিন অ্যামেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে।
জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রতি দশজনের মধ্যে ৬ জনকেই শারীরিকভাবে শাস্তি দেয়া হয়। এসব শিশুর অভিভাবক বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকেন তারাই এই শাস্তি দিয়ে থাকেন।
শিশু নির্যাতনের ঘটনা অনেক ক্ষেত্রেই অভিযোগ হিসেবে রিপোর্ট করা হয় না বলে প্রকৃত ঘটনার সংখ্যা প্রতিবেদনে উঠে আসা ঘটনার চাইতে অনেক বেশি বলেও জানিয়েছে ইউনিসেফ। এছাড়া অনেক দেশে শিশুদের শাস্তি হিসেবে মারধর করা সামাজিকভাবেই স্বীকৃত।