শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪


printer প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন :হু প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০১৪ ০১:৪১:১৭ অঅ-অ+ এএফপি বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একটি করে আত্মহত্যার ঘটনা ঘটছে। যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বছরে মোট মৃত্যুর চেয়ে নিজের জীবন নিজেই হরণের এ হার অনেক বেশি। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আত্মহত্যার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটিই প্রথম কোনো প্রতিবেদন। এতে সংস্থাটি খ্যাতিমানদের আত্মহত্যার ঘটনা মিডিয়ায় ফলাও করে প্রচারকে দোষারোপ করেছে। তাদের মতে, এতে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পায়। সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখর সাক্সেনা বলেন, 'আত্মহত্যা একটি জনস্বাস্থ্যগত সমস্যা। প্রতি ৪০ সেকেন্ডে একটি আত্মহত্যা_ এটি অবশ্যই বড় একটি সংখ্যা।' তিনি জানান, 'প্রতিবছর বিশ্বে ১৫ লাখ অস্বাভাবিক মৃত্যু হয়। এর মধ্যে শুধু আত্মহননের ঘটনাই ৮ লাখ।' প্রতিবেদনে বলা হয়, আত্মহননের ২৫ শতাংশ ঘটনাই ঘটে ধনী দেশগুলোয়। এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপ এবং এশিয়ায়। Loading... মন্তব্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন