শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪


শিরোনাম
পর্ণো ছবিতে অভিনয় করতে বলায় স্বামীকে হত্যা নয়া দিগন্ত অনলাইন ৬ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১:০১ অাটকের পর শ্রুতি চন্দ্রলেখা পর্ণো ছবিতে অভিনয় করতে বলায় স্বামীকে হত্যা করেছেন ভারতের এক তামিল অভিনেত্রী। এ ঘটনায় স্ত্রী শ্রুতি চন্দ্রলেখাসহ (২২) পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্যাঙ্গালুরু থেকে শ্রুতিকে আটক করা হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। তদন্ত কর্মকর্তারা জানায়, শ্রুতি তামিল ও কান্নাডায় কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আট মাস আগে স্বামী রোনাল্ড পিটার প্রিঞ্জ টাকার জন্য তাকে পর্ণো সিনেমায় অভিনয় করতে বলে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্বামীকে হত্যা করেন শ্রুতি। হত্যার পর তামিলনাড়ুর তিরুনেলভিলিতে স্বামীর মৃতদেহ চাপা দেন তিনি। এ ঘটনায় পাঁচজন তাকে সহায়তা করে। জানুয়ারি মাসে পাঁচ সহযোগীকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে শ্রুতিকে আটক করে পুলিশ। কর্মকর্তারা আরো জানায়, ব্যবসায় লোকসান হওয়ায় প্রিঞ্জের কাছে বন্ধুরা অনেক টাকা পেতো। সে টাকা শোধ করতে পর্ণো সিনেমা বানানোর কথা চিন্তা করে প্রিঞ্জ এবং সেখানে শ্রুতিকে অভিনয় করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু সে রাজি হয় না। এরপর স্বামী ব্যাঙ্গালুরুতে গেলে সেখানে বিষ খাইয়ে স্বামীকে হত্যা করে। পরে পাঁচ সহযোগী প্রিঞ্জের মৃতদেহ মাটি চাপা দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন