ছাত্রী ধর্ষণের হুমকি প্রধান শিক্ষকের
নয়া দিগন্ত অনলাইন
৫ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ৯:৫৫
পশ্চিবঙ্গের তৃণমূল সংসদ সদস্য তাপস পালের পর এবার স্কুল ছাত্রীকে ধর্ষণের হুমকি দিলো প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের হুঁশিয়ারি, বেশি বাড়াবাড়ি করলে বহিরাগতদের দিয়ে ছাত্রীকে ধর্ষণ করিয়ে দেয়া হবে। রাজ্যের দুর্গাপুরের রঘুনাথ মুর্মু সরকারি আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দ রায়ের বিরুদ্ধে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন স্কুলেরই এক ছাত্রী।
এমনকি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরেরও অভিযোগ উঠেছে।
রাজনৈতিক নেতাদের পর এবার একজন শিক্ষক বহিরাগতদের দিয়ে ছাত্রীকে ধর্ষণের হুমকি দিচ্ছেন, এমন অভিযোগ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তৃণমূল সাংসদ তাপস পাল এবং মেদিনীপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্রনাথ দাসের পথ অনুসরণ করেই ছাত্রীকে বহিরাগতদের দিয়ে ধর্ষণের হুমকি দিয়েছেন বলে বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে প্রকাশ্যে হুমকি দেননি তিনি।
ওই ছাত্রী হোস্টেলে খাবার ও পানি ঠিকমতো পাওয়া যাওয়া না বলে অভিযোগ জানাতে গিয়েছিলো প্রধান শিক্ষকের কাছে। তখনই শিক্ষক এই হুমকি দেন বলে অভিযোগ ছাত্রীটির। তবে একথা অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষকের পাল্টা অভিযোগ, শিক্ষিকা ও ছাত্রীরা মিলে তার বিরুদ্ধে চক্রান্ত করছেন।
১ আগস্ট এই মর্মে লিখিত অভিযোগও করেছিলেন তারা।
অন্যদিকে বৃহস্পতিবার করুণাময়ী মণ্ডল নামে স্কুলেরই এক শিক্ষিকা অভিযোগ করেন, বিএড কোর্সের আবেদনে সই করাতে গেলে প্রধান শিক্ষক ঘরের দরজা বন্ধ করে তাকে মারধর করেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, প্রধান শিক্ষক অত্যন্ত দুর্নীতিপরায়ণ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এদিন নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আক্রান্ত শিক্ষিকা।
সূত্র : কলকাতা২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন